বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র ও সাধারণ জনগণের ওপর হামলার মামলায় সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরীকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, সোমবার দিবাগত রাত ১টায় ইয়াহিয়া চৌধুরীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাবের পক্ষ থেকে একটি ক্ষুদে বার্তা পাঠানো হয়।
র্যাব-১ ও র্যাব-৯ যৌথভাবে এই গ্রেফতার অভিযান পরিচালনা করে।
উল্লেখ্য, ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
তবে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে পরাজিত হন।
তিনি জাতীয় পার্টির বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: