[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠান পালন করবে না বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪ ৬:৫০ পিএম

ফাইল  ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়ে দিয়েছে যে, আগামী ২০ নভেম্বর, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনও অনুষ্ঠান পালন করা হবে না।

সোমবার (১১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ নভেম্বর তারেক রহমানের জন্মদিন হলেও, দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সকল ইউনিটের নেতাকর্মীদেরকে ওই দিন কোনও ধরনের অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, দলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, যদি কেউ এই নির্দেশনার পরিপন্থী কাজ করেন, তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর