অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টার নিয়োগ ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যে এবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ছাত্র-জনতার অংশীদারিত্ব ছাড়া উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে সোমবার বিকেলে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) এক ফেসবুক পোস্টে আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপদেষ্টা পরিষদে 'ফ্যাসিবাদী দোসরদের' স্থান দিয়ে শহিদদের আত্মত্যাগের অবমাননার প্রতিবাদে মানববন্ধনের ডাক দিয়েছে।
একই দাবিতে দুটি কর্মসূচি থাকায় বিকাল ৪টায় একটি যৌথ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রোববার বঙ্গভবনে শপথ নিয়েছেন নতুন তিন উপদেষ্টা—ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
ফারুকীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে।
এসআর
মন্তব্য করুন: