বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের এমন নৃশংস কর্মকাণ্ড ও গণহত্যার কারণে তাদের জনসমক্ষে আসার কোনো অধিকার নেই।
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আয়োজিত একটি গণজমায়েতে এই মন্তব্য করেন তিনি।
আজ রবিবার বায়তুল মোকাররম মসজিদের সামনে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে আয়োজিত এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
সমাবেশে হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের বিরুদ্ধে জনতার প্রতিরোধের আহ্বান জানিয়ে বলেন, “আওয়ামী লীগ বিচার ও শাস্তির মুখোমুখি হতে বাধ্য হবে।
গণহত্যা ও নিপীড়নের দায়ে তাদের রাজনীতি করার অধিকার নেই।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, "শুধুমাত্র ক্ষমতা কুক্ষিগত করার জন্য আওয়ামী লীগ সহস্রাধিক মানুষকে হত্যা করেছে এবং অগণিত মানুষকে আহত করেছে।
তিনি আওয়ামী লীগকে জনতার কাছে খুনি হিসেবে পরিচিত করে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে সকল তথ্য প্রকাশ করার আহ্বান জানান।
আরেক সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ বলেন, "দেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একতাবদ্ধ। অতীতে তাদের স্বৈরাচারী আচরণ মানুষ ভুলে যায়নি।"
সমাবেশে ফ্যাসিবাদবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতারাও আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এসআর
মন্তব্য করুন: