শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে তার অন্যতম সহযোগী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
চট্টগ্রামের হালিশহর থানার শান্তিবাগ এলাকায় একটি ফ্ল্যাটে তার অবস্থানের সন্দেহে শনিবার রাতে সেখানে তল্লাশি চালায় পুলিশ।
তল্লাশির সময় ফ্ল্যাটটিতে ওবায়দুল কাদেরকে পাওয়া না গেলেও তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদাকে পাওয়া যায়।
পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং ১৬ ঘণ্টা পর ছেড়ে দেয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ জানান, শনিবার মধ্যরাতে নুরুল হুদাকে জিম্মায় নেওয়া হয় এবং বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
তথ্য প্রাপ্তি না হওয়ায় বিকেলে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি সূত্রের ভিত্তিতে ওবায়দুল কাদেরের সম্ভাব্য অবস্থান সম্পর্কে খবর পেয়ে শান্তিবাগের ওই ফ্ল্যাটে অভিযান চালানো হয়, তবে সেখানে তাকে পাওয়া যায়নি।
এসআর
মন্তব্য করুন: