[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের পাল্টা অবস্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪ ১:২৫ পিএম

ফাইল ছবি

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ তাদের কর্মসূচি পালন করলেও রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের প্রধান কার্যালয়ের সামনে পাল্টা অবস্থান নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠন যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে বিএনপির এই অবস্থানের দৃশ্য দেখা যায়।

বঙ্গবন্ধু এভিনিউয়ের ২৩ নম্বর ভবনের সামনে জড়ো হয়ে তারা নানা স্লোগান দিচ্ছিলেন।

আধা ঘণ্টা পরপর মিছিল বের করে নূর চত্বর ঘুরে আবারও ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে ফিরে আসছেন তারা।

বিএনপির একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা একে একে গুলিস্তানে উপস্থিত হচ্ছেন এবং প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর