ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি বিশেষ অভিযানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কথিত ভাইরাল অডিও ক্লিপের নির্দেশ বাস্তবায়নে জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপি সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপে শেখ হাসিনা দলীয় কর্মীদের নির্দেশ দেন যেন তারা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি এবং যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে বিভিন্ন মিছিল ও সমাবেশে অংশ নেয়।
এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সুসম্পর্ক ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানোর অভিযোগে এই গ্রেফতার অভিযান চালানো হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ১০ জনকে গ্রেফতার করে ডিএমপি।
তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উস্কানিমূলক পোস্টার, ছবি, প্ল্যাকার্ড, এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, এই ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার চেষ্টার বিরুদ্ধে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।
এসআর
মন্তব্য করুন: