[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

ষড়যন্ত্র রুখতে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৪ ৭:৫১ পিএম

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য প্রথমে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, “গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারলে ষড়যন্ত্র রুখে দেওয়া যাবে না। ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, যাতে মানুষ স্বাধীনভাবে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে।”

শনিবার (৯ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক দলের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “জবাবদিহি নিশ্চিত না হলে, ভালো কিছু সম্ভব নয়। ভোটের অধিকার না পেলে দেশের জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারবে না, ফলে ষড়যন্ত্র রুখে দেওয়া যাবে না।”

আগামী ১০ নভেম্বর থেকে তিন মাসব্যাপী প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশের ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, “কৃষক দলকে কৃষকনির্ভর করে গড়ে তুলতে হবে এবং কৃষকদের সমস্যা শুনে তার সমাধান খুঁজে বের করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, "শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করা হবে, কারণ আমাদের দেশে অনেক জায়গায় কৃষক পানির অভাবে কষ্ট পায়, ফলে ফসল উৎপাদন ব্যাহত হয়। শহীদ জিয়া খাল খনন করে পানির ব্যবস্থা করেছিলেন, যার ফলে এক ফসলের জায়গায় দুই কিংবা তিনটি ফসল উৎপাদন সম্ভব হয়েছিল।"

তারেক রহমান বলেন, "বাংলাদেশের নারীদের বড় অংশ কৃষির সঙ্গে জড়িত, তাই কৃষির উন্নয়ন অগ্রাধিকার হতে হবে। খালেদা জিয়ার সময়ে কৃষকদের জন্য ৫ হাজার পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছিল এবং ফসলের মৌসুমে বিদ্যুৎ বিল সরকার বহন করত, যা কৃষকদের অনেক সমস্যা সমাধান করেছিল।"

তিনি আরও বলেন, "কৃষকের বীজের সমস্যা এখনও সমাধান হয়নি এবং ফসল নষ্ট হওয়ার ঘটনা ঘটে, এজন্য আমরা কৃষি বিমার ব্যবস্থা চিন্তা করেছি। কৃষকরা মহাজনের কাছে ঋণ নিয়ে সংকটে পড়েন, সেজন্য কৃষি বিমা ব্যবস্থা চালু করলে এই সমস্যাগুলো দূর করা যাবে।"

তার মতে, “২০ কোটি মানুষের খাদ্য উৎপাদন করতে হলে কৃষির ওপর গুরুত্ব দিতে হবে, কারণ খাদ্য আমদানি করা সম্ভব নয়। মৌলিক খাদ্যগুলো দেশের ভেতরেই উৎপাদন করতে হবে, এবং কৃষিজমি বাড়ানোর জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই পদক্ষেপগুলো নিতে হলে বিএনপিকে ক্ষমতায় আসতে হবে।”

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর