[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

১০ তারিখের সমাবেশে যোগ দিতে এসে আ. লীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৪ ৭:১৬ পিএম

ফাইল  ছবি

আগামী ১০ নভেম্বর রাজধানীর জিরো পয়েন্টে শহিদ নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে এসে আটক হয়েছেন এক নেতা।

 

এ সমাবেশের মাধ্যমে ‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ আওয়ামি লীগ সমর্থকদের সমবেত হওয়ার ডাক দিয়েছে। শনিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সমাবেশের ডাক দেওয়া হয়, এবং একটি পোস্টারের ছবিও শেয়ার করা হয়।

এদিকে, ১০ তারিখের সমাবেশে যোগ দিতে গুলিস্তান জিরো পয়েন্টে উপস্থিত হলে স্থানীয় কয়েকজন যুবক আওয়ামী লীগের এক নেতা ও তার সহযোগী দুজনকে আটক করেন। তবে, তাদের মধ্যে দুজন পালিয়ে যেতে সক্ষম হন। প্রাথমিকভাবে আটককৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের একজন জানান, আটকের পর ওই নেতা দুই-তিন লাখ টাকা দিতে রাজি হন এবং তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। আটক ব্যক্তির মোবাইল ফোনের গ্যালারিতে সরকারবিরোধী বিভিন্ন পোস্টার পাওয়া গেছে, এবং তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের প্রমাণ মিলেছে।

আরেক যুবক দাবি করেন, আটক নেতা ড. ইউনূসের ফাঁসি চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন। তিনি আরও জানান, আটক ব্যক্তিকে পল্টন থানায় জানানো হয়েছে, এবং পুলিশ এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, আটক ব্যক্তি নিজেকে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দিয়ে জানান, তার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে এবং তিনি সমাবেশে আসেননি।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর