[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

আওয়ামী লীগ সভা-সমাবেশের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৪ ৩:২৮ পিএম

ফাইল ছবি

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।

দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক পোস্টের মাধ্যমে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

তবে বর্তমানে দেশে আওয়ামী লীগের সমাবেশ বা মিছিল আয়োজনের কোনো সুযোগ নেই বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ৮ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম পোস্টে লিখেছেন, "আওয়ামী লীগ এখন একটি ফ্যাসিবাদী দল।

এ দলের বাংলাদেশে প্রতিবাদ করার সুযোগ নেই। শেখ হাসিনার নির্দেশে কেউ সভা, সমাবেশ বা মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোরভাবে দমন করবে। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা সহ্য করবে না।"

আগামীকাল রোববার (১০ নভেম্বর) বিকেল তিনটায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের জন্য আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর