[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতিকে নিয়ে টকশো স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৪ ৯:৩৫ পিএম

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানা এর অনলাইন টকশোতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে অতিথি হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা বাতিল করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে টকশোটি স্থগিত করার ঘোষণা দেন ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক, আলোচিত সাংবাদিক খালেদ মুহিউদ্দীন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন। একাধিক আইনজীবীর পরামর্শে, বাংলাদেশের দিক থেকে ছাত্রলীগের কারও বক্তব্য প্রচার আইনত ঠিক হবে না।

এ কারণে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতির অনুষ্ঠানটি স্থগিত করা হলো।”

এর আগে, আগামী ৭ নভেম্বর সাদ্দাম হোসেনকে নিয়ে টকশো করার পরিকল্পনা করছিলেন খালেদ মুহিউদ্দীন। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠে। নেটিজেনরা খালেদ মুহিউদ্দীনের উপর ক্ষোভ প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতৃস্থানীয় সমন্বয়ক, হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম, পৃথক ফেসবুক পোস্টে তাদের অবস্থান প্রকাশ করেন।

হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে লেখেন, “নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে প্রমোট করা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা, জাতীয় বিপ্লব ও সংহতির প্রতি প্রতারণা।”

অন্যদিকে সারজিস আলম মন্তব্য করেন, “খালেদ মুহিউদ্দীন ভাই, এর আগে কি আপনি অন্য কোনো নিষিদ্ধ সংগঠনের নেতার সাথে টকশো করেছেন? এটা আমাদের ২ হাজার শহীদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা, প্রায় অর্ধলক্ষ রক্তাক্ত ভাইবোনের রক্তের প্রতি অবহেলা।”

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর