আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক নিশ্চিত করেছেন যে, জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি আমির হোসেন আমুকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, এবং তার পর বিক্ষুব্ধ জনতা ঝালকাঠির তার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। ১৮ আগস্ট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশে তার ব্যাংক হিসাব জব্দ করা হয়।
পাশাপাশি তার পরিবারের সদস্যদের এবং তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনও স্থগিত করা হয়েছে।
এর আগে তার বাসায় অভিযান চালিয়ে কোটি টাকা উদ্ধার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী।
এসআর
মন্তব্য করুন: