বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “সংবিধানের কয়েকটি লাইন পরিবর্তন করলেই কি প্রকৃত সংস্কার হবে? আমার মতে, এমন পরিবর্তনই প্রকৃত সংস্কার, যা সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।”
তিনি মনে করেন, শুধুমাত্র সংবিধানের কিছু পরিবর্তন করলেই সেটিকে সংস্কার বলা যাবে না; বরং যে পরিবর্তনের ফলে মানুষের ভাগ্যের উন্নতি হবে, সেটাই প্রকৃত সংস্কার।
তারেক রহমান আরও বলেন, “বিএনপি দীর্ঘদিন ধরেই প্রকৃত সংস্কারের প্রস্তাব দিয়ে আসছে।
আমরা মনে করি, যে সংস্কার বেকারত্ব দূর করবে, নারীদের স্বাধীনতা নিশ্চিত করবে, জননিরাপত্তা ও স্বাস্থ্যসেবা প্রদান করবে, সেটাই প্রকৃত সংস্কার।”
বিএনপি ৩১ দফা প্রস্তাবের আলোকে প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি জনসাধারণের সামনে তুলে ধরার চেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার যশোর জেলা বিএনপি আয়োজিত সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
প্রয়াত তরিকুল ইসলামের অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, “তরিকুল ইসলাম সব সময় মানুষের অধিকার রক্ষার সংগ্রামে ছিলেন।
দেশের স্বার্থে ও মানুষের জন্য লড়াই করেছেন। ২০১৩-২০১৪ সালের আন্দোলনে তার অসাধারণ সাংগঠনিক দক্ষতা ফুটে উঠেছিল। যশোরের মানুষের ভালোবাসায় সিক্ত ছিলেন তিনি। তৃণমূলের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল, যা আজও আমাদের মনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।”
তিনি আরও বলেন, “২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন অনিয়মের মাধ্যমে ক্ষমতায় থাকা সরকার জনগণের গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করেছে।
২০১৪ সালের গণতন্ত্রের সংগ্রামে তরিকুল ইসলামের অবদান অতুলনীয়। তিনি গণতন্ত্রের জন্য সবসময় পাশে দাঁড়িয়েছিলেন, আমাদের দলে তার অভাব আজও পূরণ হয়নি।
এসআর
মন্তব্য করুন: