[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস

সংবিধান সংশোধন করার আপনারা কে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৪ ৫:৪০ পিএম
আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ৫:৪৩ পিএম

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে কড়া ভাষায় বলেছেন, "সংবিধান সংশোধন করার ক্ষমতা আপনাদের নেই।

নেই।পার্লামেন্ট ছাড়াই সংবিধান পরিবর্তন করবেন? মনে রাখবেন, সংবিধান কোনও খসড়া খাতা নয় যে যা ইচ্ছে তাই করবেন।

সংবিধান সংশোধন বা পুনর্লিখন করতে হলে, মুক্তিযোদ্ধা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করতে হবে।"

মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস আরও বলেন, "জাতিকে অন্ধকারে রেখে যা খুশি তা করবেন, তা আমরা মেনে নেব না। জাতিকে ধোঁয়াশায় রাখবেন না।

দেশের মানুষ আওয়ামী লীগের গত ১৬ বছরের বিনা ভোটের সরকারকে মানেনি, এখন অন্তর্বর্তী সরকারকেও দীর্ঘদিন মেনে নেবে না।"

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, "পরিস্থিতি ঘোলাটে, এবং সামনে আরও ঘোলাটে হতে পারে।

আমরা আশা করি, এই সরকার জাতিকে আশার আলো দেখাবে, তবে এমন কিছু করবেন না যাতে জনগণের বিশ্বাস নষ্ট হয়।"

মির্জা আব্বাস বলেন, "আমরা সংস্কারের কোনও উদ্যোগ দেখতে পাচ্ছি না। নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে না।

আমরা নির্বাচনের কথা বললে বলা হয়, ক্ষমতায় যেতে উদগ্রীব।

তাহলে কি আমরা বলতে পারি, আপনারা ক্ষমতায় থাকতে পাগল হয়ে গেছেন?" জাতিকে ধোঁয়াশায় না রেখে স্বচ্ছতার আহ্বান জানান তিনি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলার প্রসঙ্গে মির্জা আব্বাস প্রশ্ন করেন, "দ্বিতীয় স্বাধীনতা বলতে কী বোঝানো হচ্ছে? কে আবিষ্কার করলো এটি? আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি।

দ্বিতীয় স্বাধীনতার নামে কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে?"

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর