তাবলিগ জামাতের ইজতেমা নিয়ে সৃষ্ট বিতর্কে স্বঘোষিত আমির মাওলানা সাদ ও তার অনুসারীদের এ দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন তাবলিগ জামাতের একপক্ষের নেতারা।
তারা বলেন, এসব দাবি না মানলে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব ছাড়তে হতে পারে।
‘দাওয়াত ও তাবলিগ, কওমি মাদরাসা এবং দ্বীনের হেফাজতের লক্ষে’ উলামা-মাশায়েখ বাংলাদেশের আয়োজনে মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এক ইসলামি মহাসম্মেলনে এ দাবি জানানো হয়।
সম্মেলনে নয় দফা দাবি ঘোষণা করেন কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল— তাবলিগ জামাত নিয়ে ষড়যন্ত্র বন্ধ, সাধারণ শিক্ষায় ধর্মশিক্ষা বাধ্যতামূলক করা, আলেমদের বিরুদ্ধে পূর্ববর্তী সরকারের মামলাগুলো প্রত্যাহার, শাপলা চত্বরের ঘটনার বিচার, ২০১৮ সালে টঙ্গী ইজতেমার মাঠে সাদপন্থিদের আক্রমণের বিচার, এবং মাওলানা সাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা। এ ছাড়া, কাকরাইল মসজিদকে শুরায়ি নেজামের অধীনে পরিচালনার দাবি ও কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করার আহ্বান জানানো হয়।
সম্মেলনে বিশিষ্ট আলেমরা বলেন, প্রকৃত তাবলিগকে সুরক্ষা দেওয়ার জন্য সরকারের দায়িত্ব রয়েছে।
ফ্যাসিবাদী সরকারের সমর্থনে গড়ে ওঠা সাদপন্থিদের প্রতিহত করা জরুরি বলে তারা মন্তব্য করেন।
সম্মেলনে বক্তব্য দেন হেফাজত আমির মাওলানা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, মাওলানা খলিল আহমাদ কাসেমী, মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরসহ দেশের শীর্ষ আলেমরা।
এসআর
মন্তব্য করুন: