[email protected] শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

খালেদা জিয়াসহ ৭ আসামির বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২০ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৪ ২:৫১ পিএম

ফাইল ছবি

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. আবু তাহের এই দিন ধার্য করেছেন।

এদিন মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ছিল, তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। তার আইনজীবীরা আদালতে হাজিরা দেন।

মামলাটি আগে বিশেষ জজ আদালত-২ এ বিচারাধীন ছিল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি এখন বিশেষ জজ আদালত-৩ এ স্থানান্তর করা হয়েছে।

এ আদালতে মামলার প্রথম ধার্য তারিখ হিসেবে বিচারক ২০ নভেম্বর শুনানির জন্য নতুন দিন নির্ধারণ করেছেন।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জিয়াউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এই মামলায় প্রথমে ১৩ জনকে আসামি করা হয়েছিল, যার মধ্যে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হয়েছে।

এছাড়া অন্যান্য আসামি সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন এবং তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম মৃত্যুবরণ করেছেন।

ফলে বর্তমানে মামলার আসামি রয়েছেন ৭ জন। তারা হলেন- খালেদা জিয়া, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন, সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক জ্বালানি ও খনিজসম্পদ সচিব নজরুল ইসলাম এবং পেট্রো বাংলার সাবেক পরিচালক মুঈনুল আহসান।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলাটি দায়ের করে, যেখানে খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ মোট ১৬ জনকে আসামি করা হয়েছিল।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর