[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

ফেসবুকে রহস্যময় স্ট্যাটাস হাসনাত ও সারজিসের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৪ ৭:২০ পিএম

ফাইল ছবি

জাতীয় পার্টিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব সারজিস আলম।

শুক্রবার রাতের দিকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তারা একই ধরনের স্ট্যাটাস প্রকাশ করেন। তারা লিখেছেন, "যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা।

তারা পোস্টে আরও উল্লেখ করেন কেয়ামতের সময়ের তওবা কবুল হয় না। 

এদিন, ৩১ অক্টোবর, জাতীয় পার্টির বিরুদ্ধে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী কৃষক-শ্রমিক-জনতা।

বিক্ষোভকারীরা একটি মশাল মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিস এলাকায় পৌঁছালে তাদের ওপর হামলা হয়।

হাসনাত ও সারজিস অভিযোগ করেন যে, জাতীয় পার্টি এই হামলা করেছে এবং তাদের 'নিশ্চিহ্ন' করার হুঁশিয়ারি দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর