[email protected] বৃহঃস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

জাতীয় পার্টির পোড়া কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৪ ৬:১৬ পিএম

ফাইল ছবি

জাতীয় পার্টি (জাপা) ঘোষণা দিয়েছে যে, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়া তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাল শনিবার সমাবেশ করবে।

জাতীয় পার্টি (জাপা) ঘোষণা দিয়েছে যে, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়া তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার (২ নভেম্বর) সমাবেশ করবে

আজ শুক্রবার এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

জি এম কাদের বলেন, "আমরা ২ নভেম্বরের (শনিবার) যে কর্মসূচি দিয়েছি, তা চালু থাকবে। কেউ ভয় পাবেন না। আমরা মরতে প্রস্তুত। আমাদের কত জনকে আটকাতে পারেন তা দেখতেই আমরা আসছি। এ জন্য জীবন দিতে প্রস্তুত আছি।"

বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র-জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান জাপা চেয়ারম্যান। তিনি বলেন, "আমরা কোনো অপরাধ করিনি। আমাদের জোর করে অপরাধী বানানো হচ্ছে। কেন করা হচ্ছে, আমরা জানি না।"

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, "কিছু রাজনৈতিক দল আছে, যাদের সংসদে প্রতিনিধি নেই, তারা জাতীয় পার্টিকে ধ্বংস করতে চায়।

তারা মনে করছে, জাতীয় পার্টি ধ্বংস হলে আমাদের ভোট তাদের দিকে যাবে। কিন্তু জাপা ধ্বংস হলে সেই ভোটের বেশিরভাগই বিএনপির দিকে যাবে, কিছু পাবে জামায়াত।"

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, "প্রধান উপদেষ্টাকে বলব, আপনি তো আমাদের অভিভাবক। আমাদের সমান চোখে দেখুন।

দোষত্রুটি থাকলে বিচার করুন, কিন্তু আমাদের পাশে থাকুন।

আগামীকাল শনিবার দুপুর ২টায় জাতীয় পার্টির কাকরাইল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে জাপা চেয়ারম্যান সভাপতির দায়িত্বে উপস্থিত থাকবেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর