জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের অভিযোগ করেছেন, ২০২৪ সালের নির্বাচনে জাতীয় পার্টিকে (জাপা) শেখ হাসিনা সরকার ব্ল্যাকমেইল করে অংশগ্রহণ করিয়েছিল।
শুক্রবার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কাকরাইল জাতীয় পার্টির কার্যালয়ে বৃহস্পতিবার রাতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জিএম কাদের বলেন, “কিছু গোষ্ঠী আমাদের আওয়ামী লীগের দোসর হিসেবে অপবাদ দিতে চাইছে। এ ধরনের অপবাদ সত্য নয়; এর পেছনে ষড়যন্ত্র চলছে। কিছু বুদ্ধিজীবীও এর সঙ্গে জড়িত।”
তিনি বলেন, “২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করে নির্বাচনে অংশ নিয়েছিলাম।
তবে এতে শেখ হাসিনার ফ্যাসিবাদ ও অন্যায়ের দায় আমরা নেব কেন? সেই সরকারের বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী থাকাকালে আমি হজযাত্রীদের জন্য নিম্নমানের বিমান ব্যবহারের সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করতে চেয়েছিলাম।”
তিনি আরও জানান, ওই ঘটনার তদন্তে তাঁর অবস্থান সঠিক প্রমাণিত হয়। ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে পদত্যাগ করতে দেননি।
সংবাদ সম্মেলনে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু, অতিরিক্ত মহাসচিব রেজাউল করিম, শামীম হায়দার পাটোয়ারী এবং শেরিফা কাদের উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: