[email protected] শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৪ ২:০৩ এএম

ফাইল ছবি

সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি রাজধানীর নাখালপাড়া এলাকায় অবস্থান করছিলেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

উবায়দুল মোকতাদির ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০১১ সালে উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার, এবং ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে চতুর্থবারের মতো সংসদ সদস্য হন।

তিনি নবম সংসদে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দশম সংসদে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবং একাদশ সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনের পর থেকে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার হচ্ছেন। এই ধারাবাহিকতায় এবার গ্রেফতার হলেন সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরী।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর