[email protected] রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
১৫ পৌষ ১৪৩১

দেশে আওয়ামী লীগের কোনো জায়গা নেই: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪ ২:২১ পিএম

ফাইল ছবি

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের জন্য ভবিষ্যতে আর কোনো স্থান নেই।

ড. ইউনূস বলেন, ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ জনগণের স্বাধীনতা দমন করেছে এবং নিজেদের স্বার্থে রাজনীতির প্রতিটি ক্ষেত্র দখল করে রেখেছিল।

তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি না, সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নেয়া উচিত।

এছাড়া, ড. ইউনূস জানান, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কোনো অভিযোগ প্রমাণিত হলে তাকে ফেরত আনার উদ্যোগ নেয়া হবে।

তবে ভারত সরকারের কাছ থেকে যথাযথ সহযোগিতা না পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর