[email protected] সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
১৩ মাঘ ১৪৩২

নির্বাচনী পদযাত্রায় চট্টগ্রাম সফরে জাতীয় নাগরিক পার্টির : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬ ৮:৩২ এএম

নির্বাচনী পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে আজ সোমবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম সফরে যাচ্ছেন

 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। দিনব্যাপী এই সাংগঠনিক সফরে তার সঙ্গে থাকছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিন।


​এনসিপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের বিস্তারিত কর্মসূচি জানানো হয়েছে।


​সফরের মূল কর্মসূচি:


​সকাল ৮:০০ টা: কক্সবাজারের চকরিয়ায় পৌঁছে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত।
​সকাল ১০:০০ টা: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় শহীদ ওমরের কবর জিয়ারত।


​বেলা ১২:০০ টা: বোয়ালখালীর ফুলতল এলাকায় আয়োজিত বিশাল জনসভায় যোগদান।


​পরবর্তী গন্তব্য: লক্ষ্মীপুর ও হাতিয়া
​চট্টগ্রামের কর্মসূচি সম্পন্ন করে বিকেলেই লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় নেতারা।

এনসিপি সূত্রে জানা গেছে, সন্ধ্যায় লক্ষ্মীপুরে একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম। লক্ষ্মীপুরের কর্মসূচি শেষে রাতেই তারা নোয়াখালীর হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন।

​মূলত জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের জনমত গঠন ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে এই পদযাত্রা ও সফরের আয়োজন করেছে দলটি। কেন্দ্রীয় নেতাদের এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রামের বোয়ালখালীসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

পদযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর