[email protected] রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
২২ পৌষ ১৪৩১

প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪ ১১:৫৪ পিএম

ফাইল ছবি

পতিত স্বৈরাচার-মাফিয়া সরকারের বেনিফিশিয়ারিদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে রেখে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য পূরণ সহজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 স্বৈরাচারের এই দোসররা নানা কৌশলে ষড়যন্ত্র করছে বলেও তিনি অভিযোগ করেন

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে সনাতন সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমান বলেন, "দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করে নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য পরাজিত শক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত। এদের কারণে সনাতন সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা ঘটলেও বিচার হয়নি।

সরকার সন্ত্রাসীদের নিরাপত্তা দিচ্ছে এবং ধর্মপ্রাণ মানুষদের উদ্বেগের মধ্যে রেখেছে।" তিনি আরও বলেন, "স্বৈরশাসক পালানোর পর মুসলমান, হিন্দুসহ সব ধর্মের মানুষ ভীতিমুক্ত। তবে এ দেশের সকল ধর্মের মানুষকে নিরাপদ রাখতে এবং কোনো ষড়যন্ত্র যাতে না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।"

তারেক রহমান আরও জানান, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে। তবে চলমান সংস্কার কার্যক্রম জনগণের দুঃখ-দুর্দশা লাঘব করতে না পারলে এ কার্যক্রম প্রশ্নের মুখে পড়বে।

এ জন্য এজেন্ডাভিত্তিক অগ্রাধিকার প্রয়োজন।

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর একটা নতুন সম্ভাবনা তৈরি হলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছি। আবারও একটি নতুন সম্ভাবনা এসেছে। আসুন, আমরা সবাই মিলে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করি।"

বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুব্রত বড়ুয়া, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর