মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র” স্লোগান নিয়ে শেরপুরে উলামা ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শেরপুর শহরের পৌর টাউনহল মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম কাসেমী হাফিজাহুল্লাহ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম বলেন, “বৈষম্য দূর করে সবার অধিকার নিশ্চিত করার জন্য আমরা আন্দোলন করেছিলাম। প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকা উচিত। কিন্তু ১৫ বছর যারা ক্ষমতায় ছিল, তারা সাম্যতা রক্ষা করতে পারেনি।”
তিনি আরও বলেন, “আমরা সামাজিক ন্যায়বিচার চেয়েছিলাম, কিন্তু তা প্রতিষ্ঠিত হয়নি। দলীয় স্বার্থে অনেক অপরাধীদের মাফ দেয়া হচ্ছে, ধর্ষণের মতো অপরাধ করেও অনেকেই গ্রেপ্তার হয়নি।”
ফয়জুল করীম আরও বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চায়। হাত পাখা একটি শান্তির প্রতীক, যা সব ধর্মের মানুষই ব্যবহার করে। তিনি সবার কাছে হাত পাখায় ভোট চাইলেন।”
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফারুক আহমাদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুফতী ফখরুদ্দীন রাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, মাওলানা আজিজুর রহমান, মাওলানা মিরাজ উদ্দিন, পীরে কামেল মাওলানা আজিজুল হক, মুফতি মোহাম্মদ সাইফুদ্দিন, মাওলানা আবুল কাশেম, মাওলানা মো. আব্দুস সাত্তার আজিজী, মাওলানা মো. আব্দুল বাছিরসহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ। জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীও উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: