[email protected] শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
১৮ মাঘ ১৪৩২

তারেক রহমানকে জড়িয়ে এনসিপির অভিযোগ ভিত্তিহীন: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬ ১২:৫৭ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে, তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, এসব অভিযোগ মূলত রাজনৈতিক হাইপার প্রোপাগান্ডার অংশ।

শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানী কবরস্থানে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


রিজভী বলেন, রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকলেও শুধুমাত্র জিয়া পরিবারের সদস্য হওয়ার কারণে আরাফাত রহমান কোকো দীর্ঘদিন নিপীড়ন ও হয়রানির শিকার হয়েছেন।

ওয়ান-ইলেভেন পরবর্তী সময় এবং আওয়ামী লীগ সরকারের আমলে শারীরিক ও মানসিক নির্যাতনের ফলেই তার অকাল মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।


উত্তরবঙ্গে তারেক রহমানের নির্ধারিত সফর স্থগিতের বিষয়ে রিজভী জানান, নির্বাচন কমিশনের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে সফরটি সাময়িকভাবে বাতিল করা হয়েছিল। পরবর্তীতে নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি ও নিয়ম অনুসরণ করেই প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।


তিনি আরও দাবি করেন, তারেক রহমানের নেতৃত্ব, জনপ্রিয়তা ও বক্তব্যে রাজনৈতিক প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে উঠেছে। এর ফলেই জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে নানা ধরনের মিথ্যা তথ্য ও অভিযোগ ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।


রিজভী বলেন, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে নির্বাচন পরিচালনায় অঙ্গীকারবদ্ধ রয়েছে এবং যে কোনো অপপ্রচার মোকাবিলা করতে দল প্রস্তুত।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর