[email protected] সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
১৫ পৌষ ১৪৩১

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের প্রস্তুতি শুরু: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪ ৪:১২ পিএম

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি ইতিমধ্যেই গঠিত হয়েছে এবং প্রজ্ঞাপন প্রকাশের প্রক্রিয়াও শেষ পর্যায়ে।

প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত প্রজ্ঞাপন আজ বা কালকের মধ্যে জারি হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, সার্চ কমিটির কার্যক্রম শেষ হলে নির্বাচন কমিশন গঠন করা হবে এবং তার পরেই ভোটার তালিকা হালনাগাদ করা হবে।

ভোটার তালিকা সম্পর্কে পূর্বের প্রশ্নগুলো তুলে ধরে তিনি বলেন, "আগের নির্বাচনগুলো ছিল ভুয়া, তাই সঠিক ভোটার তালিকা নিয়ে কারো আগ্রহ ছিল না।

তবে, আমরা এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চাই, এজন্য ভোটার তালিকা হালনাগাদ প্রয়োজন।"

মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, বিচার প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে আশ্বস্ত করা হয়েছে।

তিনি জানান, গণহত্যার বিচারের বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট এবং প্রতিশোধমূলক নয়, বরং আইনি প্রক্রিয়ায় সুবিচারের মাধ্যমে সম্পন্ন হবে।

এছাড়া, আওয়ামী লীগের নেত্রী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "বিদেশে বসে সন্ত্রাসের হুমকি প্রদান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

গণহত্যার মতো অপরাধের পর রাজনীতি করার অধিকার থাকা উচিত কিনা, এ বিষয়ে জনমতই সিদ্ধান্ত নেবে।"

মানবাধিকার কমিশনের পক্ষ থেকে মৃত্যুদণ্ড রহিতের প্রসঙ্গে কথা উঠলে আইন উপদেষ্টা বলেন, "যতদিন পর্যন্ত গণহত্যা ও ফ্যাসিবাদীদের বিচার সম্পন্ন না হয়, ততদিন এই আইন পরিবর্তনের প্রশ্নই আসে না।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর