ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে গেলেও তার দলীয় নেতাকর্মীরা ঝুঁকির মধ্যে পড়ে গেছেন—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই সঙ্গে তিনি আশ্বাস দিয়ে বলেন, যারা অন্যায় করেননি তাদের পাশে বিএনপি থাকবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের দেবীপুর শোল্টোহরি বাজার ও সদর উপজেলার দেবীপুর আদর্শ গ্রামে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনার সময় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়া তার ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও তিনি স্থানীয় পর্যায়ের সমর্থক ও নেতাকর্মীদের অনিশ্চয়তার মুখে ফেলে গেছেন।
তিনি কর্মীদের উদ্দেশে বলেন, ভয় পাওয়ার কিছু নেই—বিএনপি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে, তবে নির্দোষ কাউকে হয়রানি করতে দেওয়া হবে না।
এ সময় তিনি নাম উল্লেখ না করে জামায়াতকে ইঙ্গিত করে বলেন, একটি রাজনৈতিক দল মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে জান্নাতের প্রলোভন দেখাচ্ছে।
ভোটের মাধ্যমে জান্নাত লাভ সম্ভব—এমন ধারণা বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, জান্নাত লাভের পথ ইমান ও ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়েই আসে, রাজনৈতিক প্রতীকে ভোট দেওয়ার মাধ্যমে নয়। তার অভিযোগ, একটি দল সাধারণ মানুষকে অবাস্তব স্বপ্ন দেখাচ্ছে।
দেশ পরিচালনার বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র পরিচালনায় বিএনপির রয়েছে বাস্তব অভিজ্ঞতা, যা অন্য অনেক দলের নেই। বিএনপি ছাড়া বর্তমানে দেশের অগ্রযাত্রা নিশ্চিত করার মতো শক্তিশালী রাজনৈতিক বিকল্প নেই বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিককে নিয়ে একটি সম্প্রীতিশীল বাংলাদেশ গড়তে চায় এবং সমাজে বিভাজন সৃষ্টির রাজনীতিতে তারা বিশ্বাস করে না।
নির্বাচনী সভায় তিনি বিএনপির পূর্ববর্তী উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এসআর
মন্তব্য করুন: