[email protected] রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬
১৮ মাঘ ১৪৩২

জামায়াত আমিরসহ সাত শীর্ষ নেতার নিরাপত্তা নিশ্চিত করতে ইসির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬ ৫:০৬ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষ সাত নেতার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ বিষয়ে সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন করেন।

আবেদনে দলটির সাতজন শীর্ষ নেতা এবং সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানানো হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।


ইসির নির্দেশনায় যেসব নেতার জন্য বিশেষ নিরাপত্তার কথা বলা হয়েছে, তারা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (সাবেক সংসদ সদস্য), নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ (সাবেক সংসদ সদস্য) এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।


চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক নেতাদের নিরাপদ চলাচল ও প্রচারণা কার্যক্রম নিশ্চিত করা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ গঠনের গুরুত্বপূর্ণ অংশ।

এ কারণে নির্দেশনাটি দ্রুত বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর