[email protected] মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
২৩ পৌষ ১৪৩১

ঢাবি ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪ ১:১২ এএম

ফাইল ছবি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকে।

গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকার এবং শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার ঊর্মি।

রবিবার (২৭ অক্টোবর) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপি’র এই কর্মকর্তা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ও জনতার ওপর হামলার অভিযোগে মোয়াজ্জেম এইচ রাকিব সরকারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

একই অভিযোগে পৃথক অভিযানে খাদিজা আক্তার ঊর্মিকেও গ্রেপ্তার করা হয়েছে, যিনি শাহবাগ থানায় দায়ের করা একটি মামলার আসামি।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর