নির্বাচন কমিশনের (ইসি) বিভিন্ন কর্মকাণ্ডে স্বচ্ছতার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার অভিযোগ, কমিশনের কিছু পদক্ষেপে পক্ষপাতের ছাপ স্পষ্ট, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
তবে প্রয়োজনীয় সংশোধন ও ত্রুটি দূর করা হলে বর্তমান কমিশনের অধীনেই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব—এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের জন্য ইসিতে যান মির্জা ফখরুল।
তার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া। প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সন্ধ্যা ৬টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, ভোটারদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট পেপারে গুরুতর ত্রুটি রয়েছে।
তার ভাষায়, এসব ব্যালট একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তিনি দ্রুত প্রতীকসহ সঠিক ব্যালট পেপার সরবরাহের দাবি জানান। একই সঙ্গে ভোটারদের জাতীয় পরিচয়পত্র নম্বর, বিকাশ অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বর সংগ্রহের উদ্যোগের সমালোচনা করে এর প্রকৃত উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন।
প্রচারণার পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী মাঠে সমান সুযোগ নিশ্চিত করা হয়নি।
আচরণবিধি লঙ্ঘন করে একপাক্ষিক প্রচারণা চললেও কমিশন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে ভোটার স্থানান্তরের অভিযোগ তুলে কারা, কী উদ্দেশ্যে এই স্থানান্তর করেছে—তার বিস্তারিত তালিকা কমিশনের কাছে চাওয়া হয়েছে বলে জানান।
নির্বাচন কমিশনের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, যেসব কর্মকর্তা নিরপেক্ষতার বাইরে গিয়ে দায়িত্ব পালন করছেন, তাদের চিহ্নিত করে তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি ব্যালট পেপারসহ নির্বাচন প্রক্রিয়ার কারিগরি ত্রুটিগুলো অবিলম্বে সংশোধনের আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশনের মাধ্যমেই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব, তবে এর জন্য কমিশনকে নিজেদের দুর্বলতা স্বীকার করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে।
এসআর
মন্তব্য করুন: