[email protected] শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
১৮ মাঘ ১৪৩২

নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ১:০৩ পিএম

সংগৃহীত ছবি

পোস্টাল ব্যালট সংক্রান্ত সিদ্ধান্তসহ বিভিন্ন ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদে নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টার পর থেকে সংগঠনটির নেতাকর্মীরা নির্বাচন কমিশন কার্যালয়ের সামনের সড়কে জড়ো হতে থাকেন।
ছাত্রদলের অভিযোগ, পোস্টাল ব্যালটসহ একাধিক বিষয়ে নির্বাচন কমিশন নিরপেক্ষতার বদলে পক্ষপাতমূলক ও বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে।

এ ছাড়া কমিশনের কিছু সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাবের সংশ্লিষ্টতাও রয়েছে বলে তারা দাবি করে।
অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরসহ কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে স্লোগান দেন এবং তাদের দাবিতে অনড় থাকার ঘোষণা দেন।
ছাত্রদলের পক্ষ থেকে উত্থাপিত প্রধান অভিযোগগুলো হলো—


প্রথমত, পোস্টাল ব্যালট বিষয়ে নেওয়া সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।
দ্বিতীয়ত, একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবের কারণে নির্বাচন কমিশন দায়িত্বশীল ও যুক্তিসংগত সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করা হয়।


তৃতীয়ত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিশেষ রাজনৈতিক হস্তক্ষেপে কমিশন একটি বিতর্কিত ও নজিরবিহীন প্রজ্ঞাপন জারি করেছে, যা শিক্ষাঙ্গনের গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর বলে দাবি ছাত্রদলের।
এদিকে, অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ভবনের আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর