[email protected] বৃহঃস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

ভয়েস অব আমেরিকার প্রতিবেদন

সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনায় আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪ ৬:২৩ পিএম

আওয়ামী লীগের লোগো

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শুক্রবার (২৫ অক্টোবর) দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ভয়েস অব আমেরিকাকে এই পরিকল্পনার কথা জানান।

শফিউল আলম চৌধুরী বলেন, "আমরা রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্দোলন শুরুর প্রস্তুতি নিচ্ছি।"

উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার চাপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং দেশত্যাগ করে ভারতে চলে যান। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতাও দেশ ছাড়তে বাধ্য হন।

শফিউল আলম চৌধুরী নাদেল, যিনি বর্তমানে প্রবাসে আছেন, তারাই এই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন।

শফিউল আলম চৌধুরী নাদেল জানান, দলের নেতাদের একত্রিত করার কাজ চলছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করা হচ্ছে।

তিনি আরও বলেন, "আগামী দুই সপ্তাহ বা এক মাসের মধ্যে আন্দোলনে নামার সম্ভাবনা আছে।"

আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনায় বসতে আগ্রহী নয় উল্লেখ করে তিনি বলেন, "এই সরকার সম্পূর্ণ অসাংবিধানিক। দেশের জনগণের সমর্থনে আমরা বিক্ষোভ শুরু করলে এই সরকার টিকে থাকতে পারবে না।"

সূত্র ভয়েস অব আমেরিকা 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর