বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের এই প্রতিনিধিদল দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
প্রতিনিধি দলে ডা. শফিকুর রহমান ছাড়াও রয়েছেন— নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
সংশ্লিষ্টদের মতে, জুলাই-আগস্টে সংঘটিত গণআন্দোলনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান সংস্কার উদ্যোগ এবং ভবিষ্যৎ জাতীয় নির্বাচনের সম্ভাব্য রূপরেখা নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে।
এসআর
মন্তব্য করুন: