নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করে বলেছেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে ব্যর্থ হচ্ছে এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল আচরণ করছে।
তার মতে, এই পরিস্থিতিতে আসন্ন নির্বাচনও আগের তিনটি নির্বাচনের ধারাবাহিকতায় পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শনিবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, আগামীকাল নির্বাচন কমিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়সীমা রয়েছে।
তিনি বলেন, ‘যদি নির্বাচন কমিশন ঋণখেলাপি কিংবা দ্বৈত নাগরিকত্ব থাকা কাউকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়, তাহলে আমরা রাজপথে কর্মসূচিতে নামব এবং আইনি পথেও লড়াই চালাব।
তিনি আরও বলেন, আগের তিনটি নির্বাচনের মতো দায়সারা বা আপসের নির্বাচন মেনে নেওয়া হবে না।
তিনি অভিযোগ করেন, দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তিরা নির্বাচন কমিশনের আশপাশে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন, যা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি।
কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে দেওয়া হবে না,’—এমন কঠোর অবস্থানের কথা জানান তিনি।
এ সময় তিনি বিএনপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার বক্তব্যে বলা হয়, বিএনপি নিজেদের গণতন্ত্রের রক্ষক হিসেবে উপস্থাপন করলেও বাস্তবে তাদের কিছু কর্মকাণ্ড গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
এসআর
মন্তব্য করুন: