অন্তর্বর্তী সরকার সব সংস্কার করে দিতে পারবে এটা মনে করার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
বিদেশি সহায়তার ওপর নির্ভর করে সব সমস্যার সমাধান সম্ভব নয়, প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
শনিবার (২৬ অক্টোবর) সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে এ বিষয়ে তিনি বক্তব্য রাখেন।
ঢাকার রমনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে অর্থনৈতিক নীতিমালার নানা দিক আলোচনায় উঠে আসে।
সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংস্কারের আলোচনাগুলো সাধারণত উপরি কাঠামোতেই সীমাবদ্ধ থাকে, যা প্রকৃত সমস্যার সমাধান নয়।
অর্থনীতির শক্ত ভিত্তি ছাড়া কোনো দেশের উন্নতি সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, রাষ্ট্রকে তার প্রাতিষ্ঠানিক এবং নির্বাচনী সংস্কারের পাশাপাশি অর্থনৈতিক সংস্কারের দিকেও নজর দিতে হবে।
দেবপ্রিয় বলেন, বর্তমান সরকারের সংস্কার পরিকল্পনায় দুটি ধারা রয়েছে - প্রাতিষ্ঠানিক সংস্কার ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার। তবে অর্থনৈতিক সংস্কার ছাড়া এই দুই ধারা টেকসই হবে না।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের প্রকৃত মজুরি, কৃষিপণ্যের ন্যায্যমূল্য এবং সুরক্ষা খাতগুলোতে দৃষ্টি দিতে হবে। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অর্থনৈতিক সমস্যা ও প্রস্তাবিত সমাধান
এফবিসিসিআই কমিটির চেয়ার আসিফ ইব্রাহিম দেশের অর্থনৈতিক সমস্যাগুলো তুলে ধরে বলেন, পণ্যের দাম নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
মূল্যস্ফীতি কমানোর জন্য পণ্য ও সেবা সরবরাহ ব্যবস্থার সংস্কার প্রয়োজন। এছাড়া ব্যাংক খাতের অস্থিরতা এবং পুঁজিবাজারে পুনর্গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন তিনি।
বিসিআইর সাবেক সভাপতি শাহেদুল ইসলাম হেলাল বলেন, ঘুষখোর সংস্কৃতি আমাদের নতুন প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করছে। এই সংস্কৃতি দূর করতে হবে।
অন্যদিকে, সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশিস এর সভাপতি এম এস শেকিল চৌধুরী উল্লেখ করেন, ব্যাংকিং খাত রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছে, যা অর্থনীতির জন্য ক্ষতিকর।
এফবিসিসিআইর সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, অবকাঠামো উন্নয়ন এবং সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিপণন ব্যবস্থার উন্নতি প্রয়োজন।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের গ্যাস, বিদ্যুৎ এবং বৈদেশিক মুদ্রার সংকটের কারণে অনেক সমস্যা হচ্ছে।
শিক্ষাব্যবস্থার উন্নতির প্রয়োজনীয়তা তুলে ধরে মীর নাসির উদ্দিন বলেন, শিল্প খাতের সাথে সম্পর্কিত প্রশিক্ষিত কর্মী দরকার, যা বর্তমান শিক্ষাব্যবস্থায় সীমিত।
সরকারের উদ্দেশে পরামর্শ
অনুষ্ঠানে বক্তারা সরকারের প্রতি ব্যবসায়ীদের সুরক্ষা, বাজারের সঠিক নিয়ন্ত্রণ এবং অবকাঠামো উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এসআর
মন্তব্য করুন: