[email protected] সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
২৯ পৌষ ১৪৩২

সম্পাদকদের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬ ১২:৩১ পিএম

সংগৃহীত ছবি

গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলের গ্র্যান্ড বলরুমে এ আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিকদের পাশাপাশি বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে তারেক রহমান নিজে সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সময় নানা বাস্তবতার কারণে দলের প্রধান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যমকর্মীদের সরাসরি সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের সুযোগ হয়নি।

সেই অভাব পূরণ করতেই দলের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর