[email protected] সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
২৯ পৌষ ১৪৩২

অর্থ পাচারকারীদের সংসদে ঠাঁই দেওয়ার সুযোগ নেই: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬ ১২:২৩ এএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত–এনসিপি জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা জনগণের কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার করে আর্থিক অপরাধে জড়িত, তাদের জন্য ভবিষ্যতের সংসদে কোনো স্থান থাকবে না।

ব্যাংক লুট ও অর্থ পাচারের সঙ্গে জড়িতদের রাজনৈতিক অধ্যায়ের ইতি ঘটতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর ঈদগাহ মাঠে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, আগামী দিনের সংসদ ন্যায়বিচার ও ইনসাফের নীতিতে পরিচালিত হবে এবং দুর্নীতিবাজদের সেখানে ঠাঁই দেওয়া হবে না।

নিজ এলাকা ও গ্রামবাসীর উদ্দেশ্যে তিনি জানান, তার রাজনীতির পেছনে কোনো অবৈধ সম্পদ বা প্রলোভন নেই।

প্রয়াত ওসমান হাদির সততা ও আদর্শকে অনুসরণ করেই তিনি জনগণের কল্যাণে কাজ করতে চান। জনগণের প্রতি দায়বদ্ধতা ও নৈতিকতার ওপরই তার রাজনৈতিক অবস্থান দাঁড়িয়ে আছে বলে উল্লেখ করেন তিনি।

দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমানে বাংলাদেশে স্পষ্টভাবে দুটি ধারা বিদ্যমান।

একদিকে রয়েছে ন্যায়, ইনসাফ ও সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াই; অন্যদিকে রয়েছে জুলুম, দুর্নীতি এবং বিদেশি আধিপত্যের পক্ষে অবস্থান নেওয়া শক্তি।

তিনি আরও বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।

দুর্নীতিমুক্ত নেতৃত্বই পারে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে।
প্রয়াত ওসমান হাদির স্মৃতির কথা উল্লেখ করে এনসিপি নেতা বলেন, সততার কারণেই তিনি আজও মানুষের হৃদয়ে জায়গা করে আছেন।

তার হত্যাকাণ্ডের বিচার একটি জাতীয় দায় এবং এই দেশের মাটিতেই সেই বিচার নিশ্চিত করা হবে। চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

রসুলপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাজী হাসানের সঞ্চালনায় আয়োজিত এ সভায় আরও বক্তব্য দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সরকার, ইউপি সদস্য হাসান মেম্বার, সিরাজুল ইসলাম, সামসুল হক ও সোহাগ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে হাসনাত আবদুল্লাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর