ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে ফুলের মালা পরাতে এসে অর্থ সহায়তা দিয়ে আলোচনায় এলেন এক বৃদ্ধা।
ঘটনাটি উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার ধাউরিয়া গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা চলাকালে আবেগঘন এ দৃশ্য দেখা যায়।
সভা শেষে গাঁদা ফুলের মালা পরিয়ে দেওয়ার পর বিমলা সরকার নামের ওই বৃদ্ধা রুমিন ফারহানার হাতে এক হাজার টাকার একটি নোট তুলে দেন।
এ সময় বিমলা সরকার বলেন, “আপনি যেন নির্বাচনে জয়ী হন-এই দোয়া রইল। এই টাকাটা দিলাম নির্বাচনের কাজে লাগানোর জন্য।
পাস করে আমাদের কথা মনে রাখবেন মা।
বৃদ্ধার এমন আন্তরিকতায় আপ্লুত হয়ে রুমিন ফারহানা টাকাটি গ্রহণ করেন এবং সম্মানের সঙ্গে মালাটি খুলে বৃদ্ধার গলায় পরিয়ে দেন।
এতে সভাস্থলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে প্রার্থী করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: