[email protected] শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২

উত্তরাঞ্চলে চার দিনের সফরে যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৬ ২:৪৮ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ জানুয়ারি উত্তরাঞ্চল সফরে বের হচ্ছেন।

চার দিনের এই কর্মসূচি শেষে তিনি ১৪ জানুয়ারি ঢাকায় ফেরার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সফরকালে তারেক রহমান উত্তরাঞ্চলের মোট ৯টি জেলার বিভিন্ন এলাকায় যাবেন।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ১১ জানুয়ারি তিনি টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া জেলা সফর করবেন এবং রাত যাপন করবেন বগুড়ায়।
পরদিন ১২ জানুয়ারি বগুড়া থেকে রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় যাবেন তিনি।

১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে যাত্রা করে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর শেষে রাতে রংপুরে অবস্থান করবেন।

সর্বশেষ দিনে, ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফেরার সূচি রয়েছে।


সফরের অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আবু সাঈদ, নানি তৈয়বা মজুমদারসহ জুলাই ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহত বিভিন্ন নেতাকর্মী ও শহীদদের কবর জিয়ারত করবেন।

এ ছাড়া তিনি দোয়া মাহফিলে অংশগ্রহণের পাশাপাশি আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সফর সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের কাছে বিএনপির পক্ষ থেকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, কর্মসূচিগুলো মূলত ধর্মীয় ও সামাজিক উদ্যোগের অংশ।

তাই এ সফরের সঙ্গে নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধি লঙ্ঘনের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর