[email protected] শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২

তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলেন তিন সাবেক সেনা কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৬ ১২:৫২ এএম

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করতে আরও তিনজন সাবেক সেনা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দলটির পক্ষ থেকে মঙ্গলবার রাতে এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত জানানো হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা টিমের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এই তিন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর মধ্যে মেজর (অব.) মোহাম্মদ শাফাওয়াত উল্লাহকে নিরাপত্তা–সংক্রান্ত পরিচালক, মেজর (অব.) মইনুল হোসেনকে প্রটোকল পরিচালক এবং ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ গণী উল আজমকে সমন্বয় পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে, গত ১৭ ডিসেম্বর তারেক রহমানের সার্বিক নিরাপত্তা দেখভালের জন্য প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর