বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা করায় আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গরু ও খাসি জবাইয়ের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
বুধবার (২৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমন্বয়কদের মধ্যে অনেকেই তাদের নিজস্ব প্রোফাইলে এ নিয়ে পোস্ট দেন।
এ বিষয়ে সমন্বয়ক আবদুল কাদের লিখেছেন, ছাত্রলীগ নিষিদ্ধের খুশিতে আগামীকাল (আজ বৃহস্পতিবার) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গরু এবং জোড়া খাসি কুরবানি হবে।
এদিকে, ছাত্রলীগকে নিষিদ্ধ করায় নিজের ফেসবুক আইডিতে ‘ঈদ মোবারক’ জানিয়ে স্ট্যাটাস দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুম।
এর আগে আরেকটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। গেজেটও জারি হয়েছে।’
এর আগে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: