[email protected] সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
২৯ পৌষ ১৪৩২

হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট অকার্যকর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৬ ১:২৩ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি বর্তমানে আর সক্রিয় নেই।

তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে হাসনাত আবদুল্লাহ জানান, ‘হাসনাত আব্দুল্লাহ’ নামে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টটি কিছুদিন আগে অকার্যকর করে দেওয়া হয়েছে।


লাইভ বক্তব্যে তিনি বলেন, ভারতবিরোধী অবস্থান নেওয়ার পর তার কিছু পোস্টের বিরুদ্ধে কপিরাইট সংক্রান্ত অভিযোগ ওঠে। পরবর্তীতে সেই অভিযোগের ভিত্তিতেই তার ব্যক্তিগত আইডিটি ডিজেবল করা হয়।


ব্যক্তিগত প্রোফাইল বন্ধ হয়ে যাওয়ায় এখন থেকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমেই নিয়মিত মতামত ও কার্যক্রম তুলে ধরবেন বলেও জানান।

তিনি বলেন, আগে এই পেজটি মূলত অ্যাডমিনদের মাধ্যমে পরিচালিত হতো, তবে এখন থেকে নিজেই সক্রিয় থাকবেন।


সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, যোগাযোগ স্বাভাবিক রাখতে এবং তার বক্তব্য ও সংবাদ ছড়িয়ে দিতে সবাইকে ভেরিফায়েড পেজটি শেয়ার করার অনুরোধ জানান।


উল্লেখ্য, ব্যক্তিগত আইডি অকার্যকর থাকায় গত কয়েকদিন ধরে ভক্ত ও অনুসারীদের সঙ্গে সরাসরি যোগাযোগে বিঘ্ন ঘটছিল এনসিপির এই নেতার।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর