বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড.
আব্দুল মঈন খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতির মূল লক্ষ্য ছিল দেশের কল্যাণ ও গণতন্ত্র রক্ষা।
তিনি জানান, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেকেই ব্যক্তিগত বা দলীয় স্বার্থে আপস করলেও খালেদা জিয়া সেই পথ অনুসরণ করেননি। বরং তিনি নিজের জীবন ও স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করে সব সময় দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে এসব কথা বলেন ড. মঈন খান।
তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নারী নেতৃত্বের প্রতীক। একজন সাধারণ গৃহবধূ থেকে তিনি জনগণের আহ্বানে সাড়া দিয়ে জাতীয় নেতৃত্বে উঠে আসেন এবং মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন।
ড. মঈন খান আরও বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়া কখনো নিরাপদ ও আরামদায়ক রাজনীতিতে বিশ্বাস করেননি। তিনি রাজপথে থেকেই আন্দোলন-সংগ্রামের মাধ্যমে রাজনীতি করেছেন এবং নানা প্রতিকূলতার মাঝেও কখনো পিছিয়ে যাননি।
তার শক্তির উৎস ছিল জনগণ—কোনো অস্ত্র বা ক্ষমতার জোর নয় বলে মন্তব্য করেন তিনি।
শেষে তিনি বলেন, দেশের ইতিহাস, গণতন্ত্রের লড়াই এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে খালেদা জিয়ার নাম চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
এসআর
মন্তব্য করুন: