[email protected] বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
২৪ পৌষ ১৪৩২

হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু আজাদী পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬ ১০:০৯ এএম

শহীদ হাদীর কবর জিয়ারত করছেন নেতাকর্মীরা

আধিপত্যবাদ বিরোধী শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আজাদী পদযাত্রা শুরু হয়েছে।

এ কর্মসূচিতে অংশ নেন ঢাকা–৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সোমবার (৫ জানুয়ারি) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর সকাল ৬টা ৩০ মিনিটে তারা শহীদ হাদির কবর জিয়ারত করেন।


এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদাস্সির, সাধারণ সম্পাদক আল আমিন সরকারসহ সংগঠনটির অন্যান্য নেতা-কর্মীরা।


এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী আধিপত্যবাদ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটতরাজের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে আজাদী পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, এই পদযাত্রার লক্ষ্য মানবিক মর্যাদা, সার্বভৌমত্ব ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর