ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলছে।
এ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি বাদ পড়ছেন স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্র জানায়, অধিকাংশ ক্ষেত্রে নির্বাচনী এলাকার মোট ভোটারের অন্তত ১ শতাংশের সমর্থনসূচক স্বাক্ষর সংক্রান্ত ত্রুটি থাকায় তাদের মনোনয়ন বাতিল হচ্ছে।
নির্বাচনী তপশিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তারা আগামীকাল রোববারের মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ করবেন। যাচাইয়ে বাতিল হওয়া প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। এসব আপিলের শুনানি ও নিষ্পত্তি চলবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।
এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ভোটের দিন ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র দাখিল হয়েছে ঢাকা-১২ ও গাজীপুর-২ আসনে—এই দুই আসনেই ১৮ জন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বিপরীতে পিরোজপুর-১ আসনে মাত্র দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এবার নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সর্বাধিক মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে মোট ৩৩১টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে, যার মধ্যে কিছু আসনে একাধিক প্রার্থী রয়েছেন। এরপর রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী (২৭৬), জাতীয় পার্টি—জাপা (২২৪) এবং গণঅধিকার পরিষদ—জিওপি (১০৪)।
এ ছাড়া সিপিবি ৬৫টি, এবি পার্টি ৫৩টি, এনসিপি ৪৪টি, বাসদ ৪১টি, জেএসডি ৩১টি, বাসদ (মার্ক্সবাদী) ৩০টি, এলডিপি ২৪টি এবং জনতার দল ২৩টি মনোনয়নপত্র জমা দিয়েছে। বাংলাদেশ লেবার পার্টি ১৯টি, গণসংহতি আন্দোলন ১৮টি, আমজনতার দল ১৭টি, জাতীয় পার্টি (জেপি) ও বাংলাদেশ রিপাবলিকান পার্টি ১৩টি করে, খেলাফত আন্দোলন ও নাগরিক ঐক্য ১১টি করে মনোনয়নপত্র জমা দিয়েছে।
এছাড়া বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ৯টি, জাসদ ও জাকের পার্টি ৭টি করে, নেজামে ইসলাম পার্টি ৬টি, বিজেপি ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি এবং গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ সমঅধিকার পার্টি একটি করে মনোনয়নপত্র জমা দিয়েছে।
দলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ৪৭৮ জন মনোনয়ন দাখিল করেছেন। পাশাপাশি নির্বাচন কমিশনে নিবন্ধনবিহীন একটি সংগঠন—বাংলাদেশ জাতীয়তাবাদী মটর শ্রমিক দল থেকেও একজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: