ঢাকা-৬ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
(বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সেগুনবাগিচায় ঢাকা মহানগরীর অন্তর্ভুক্ত আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগের কমিশনার এ সিদ্ধান্ত জানান।
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে তার মনোনয়ন অনুমোদন পাওয়ায় তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ। তিনি জানান, শুনানির পুরো প্রক্রিয়াটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, শুনানি শেষে বিভাগীয় কমিশনার প্রার্থীদের আচরণবিধি মেনে চলা, নির্ধারিত সময়ের আগে প্রচারণা না করা এবং অনিয়ন্ত্রিতভাবে পোস্টার ও ব্যানার না লাগানোর বিষয়ে নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিনে ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হতে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।
নির্বাচনের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ইশরাক হোসেন বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের আচরণ আগের তুলনায় অনেক বেশি নিরপেক্ষ মনে হচ্ছে। তিনি এটিকে ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে দেশে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত।
এসআর
মন্তব্য করুন: