[email protected] শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
২০ পৌষ ১৪৩২

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬ ১১:৫৯ এএম

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দাখিল করা

গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। শনিবার সকালে মনোনয়ন যাচাই প্রক্রিয়া শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এ সিদ্ধান্তের কথা জানান।
একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
তবে বগুড়া-৬ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা না দেওয়ায় তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
মনোনয়ন যাচাই শেষে বৈধ ও অবৈধ প্রার্থীদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর