বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
বলেছেন, জাতীয় ঐক্য ছাড়া একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়। তার মতে, মতের ভিন্নতা স্বাভাবিক হলেও জাতি বিভক্ত থাকলে রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করা যায় না। তাই ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস ক্লাবের বার্ষিক গেট-টুগেদার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।
তিনি বলেন, একটি রাষ্ট্রকে কার্যকর ও কল্যাণকর করতে হলে জাতির ঐক্য অপরিহার্য। বিভক্ত সমাজ দিয়ে কখনোই একটি দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়।
ডা. শফিকুর রহমান আরও বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পার করে দেশ এখন নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে অভ্যন্তরীণ বিভাজন দূর করে ঐক্যকে রাষ্ট্র পরিচালনার ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে।
তার বক্তব্যে তিনি উল্লেখ করেন, বিভক্ত জাতি কখনো আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে পারে না। মতের পার্থক্য থাকা স্বাভাবিক হলেও তা যেন বিরোধ ও বিদ্বেষে পরিণত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
মতের ভিন্নতাকে তিনি সমস্যা হিসেবে না দেখে বরং ইতিবাচক সমাধানের পথ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দলীয় কিংবা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
সবশেষে তিনি বলেন, রাষ্ট্র, সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে ঐক্যের মানসিকতা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং জাতীয় বিভক্তি রোধে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।
এসআর
মন্তব্য করুন: