[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

এ্যানির ৩ কোটি ৯০ লাখ টাকার সম্পদ, বছরে আয় ৪৭ লাখ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৬ ৮:১৯ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর–৩ (সদর) আসনে

বিএনপির মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির আর্থিক অবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ পেয়েছে। নির্বাচনী হলফনামা অনুযায়ী, তার বার্ষিক আয় প্রায় ৪৭ লাখ ৩৬ হাজার টাকা এবং অস্থাবর ও স্থাবর মিলিয়ে মোট সম্পদের পরিমাণ প্রায় ৩ কোটি ৯০ লাখ টাকা।
ব্যবসায়ী পেশার এ্যানি এর আগে দুইবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
হলফনামার তথ্য অনুযায়ী, এ্যানির স্ত্রী পারভীন আক্তার চৌধুরীর সম্পদের পরিমাণ প্রায় ৩ কোটি ৪ লাখ টাকা এবং তার বার্ষিক আয় প্রায় ২৩ লাখ টাকা। স্বামী–স্ত্রী দুজনই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।
এ্যানি নিজেকে চৌধুরী এসএস কোম্পানি, রি রয়েল প্রোপার্টিজ ও মেসার্স বিইউ চৌধুরী অটো ফ্লাওয়ার মিলসের মালিক হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি রাইট গার্মেন্টস লিমিটেড, এগ্রো এনার্জি (প্রা.) লিমিটেড এবং টিপ্পানি মার্বেল বিডি লিমিটেডের পরিচালক। তার স্ত্রীও ব্যবসায়ী; তিনি সাবরান এসএস কোম্পানির স্বত্বাধিকারী এবং ইনবিল্ড রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক।
হলফনামায় আরও উল্লেখ রয়েছে, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে মোট ৬০টি মামলা রয়েছে। এর মধ্যে কিছু মামলায় তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন, কয়েকটি উচ্চ আদালতের আদেশে স্থগিত এবং বাকিগুলো বিচারাধীন অবস্থায় আছে। অজ্ঞাতনামা আসামি হিসেবেও তার নাম থাকতে পারে বলে তিনি উল্লেখ করেছেন।
আর্থিক তথ্য অনুযায়ী, এ্যানির হাতে নগদ রয়েছে প্রায় ৯৭ হাজার টাকা এবং বিভিন্ন ব্যাংক হিসাবে জমা রয়েছে প্রায় ৪ কোটি ২৫ লাখ টাকা, যার বড় অংশ ব্যবসায়িক হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট। তার মালিকানায় প্রায় ৬২ লাখ টাকা মূল্যের একটি ল্যান্ড ক্রুজার গাড়ি রয়েছে। পাশাপাশি উপহার হিসেবে পাওয়া ১২০ তোলা স্বর্ণ এবং তার স্ত্রীর নামে থাকা ৩০ তোলা স্বর্ণের কথাও হলফনামায় উল্লেখ আছে। তিনি বোট ক্লাব ও নোয়াখালী ক্লাবের সদস্যপদও গ্রহণ করেছেন।
স্থাবর সম্পদের তালিকায় রয়েছে ঢাকার বনানী ও তেজগাঁও শিল্প এলাকায় ৫ কাঠা করে জমি, লক্ষ্মীপুরে পৈতৃক সূত্রে পাওয়া প্রায় ১২৭ শতাংশ জমি এবং একটি নির্মাণাধীন ভবনের অংশীদারত্ব। এছাড়া তেজগাঁও এলাকায় তার একটি ৩ হাজার ৬০০ বর্গফুট আয়তনের গোডাউন রয়েছে।
দায়সংক্রান্ত তথ্যে দেখা যায়, ব্যক্তিগত ও ব্যবসায়িক মিলিয়ে এ্যানির ঋণের পরিমাণ প্রায় ৩৭ লাখ টাকা। তবে তার স্ত্রীর নামে থাকা দায় তুলনামূলকভাবে বেশি, যা বিভিন্ন ঋণ ও অগ্রিম বাবদ কয়েক কোটি টাকা।
সর্বশেষ অর্থবছরে এ্যানি প্রায় ৯ লাখ ৮৬ হাজার টাকা এবং তার স্ত্রী প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা আয়কর পরিশোধ করেছেন বলে হলফনামায় উল্লেখ রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর