ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি
সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশের রাজনীতি আর কখনো পথ হারাবে না। তিনি বলেন, কিছু পতিত ফ্যাসিস্ট ও বিদেশি প্রভাবশালীরা বিভাজনের সুযোগ নিয়ে ষড়যন্ত্র করছে। এসব চক্রান্ত রোধে দেশের সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
১ জানুয়ারি সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকবইয়ে স্বাক্ষর করার পর সাদিক কায়েম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি উল্লেখ করেন, তরুণ প্রজন্মের ভোটাধিকারের গুরুত্ব অপরিসীম, এবং আগামী নির্বাচনে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভূমিকা রাখতে হবে।
ভবিষ্যতের রাজনীতি ‘বাংলাদেশপন্থী’ হবে উল্লেখ করে তিনি বলেন, দেশ, মাটি, মানুষ ও সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়া হবে রাজনীতির মূল ভিত্তি। পাশাপাশি, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করেই ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরেন।
সাদিক কায়েম শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার ও ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, সব ফ্যাসিবাদবিরোধী সংগঠন একত্রিত হলে বাংলাদেশ আর কখনো পথ হারাবে না।
এসআর
মন্তব্য করুন: